গাড়ি চালকের কতগুলি নির্দিষ্ট কর্তব্য ঃ-
১) গাড়ী চালানোর সময় কোনরকম নেশা করবেন না।
২) প্রতিটি যাত্রী এবং পথচারির সাথে নম্র ও ভদ্র ব্যবহার করুন।
৩) প্রতিটি ট্রাফিক আইন মেনে চলুন।
৪) দু-চাকার চালক এবং আরোহী দুজনেই নির্দিষ্ট মানের ও মাপের হেলমেট ব্যবহার করুন নিজেদের স্বার্থে।
৫) চলন্ত ট্রাম ছাড়া কোনো গাড়ীকেই বাঁ দিক দিয়ে ওভার টেক করবেন না।
৬) সামনের গাড়ীর থেকে দূরত্ব বজায় রেখে গাড়ী চালান।
৭) যে-কোনো সাধারণ রাস্তায় কখনও অন্য গাড়ীর সঙ্গে গতি প্রতিযোগিতা করবেন না। অনর্থক সামনের গাড়ীকে ওভার টেক করার চেষ্টা করবেন না।
৮) Taxi এবং Auto Rickshaw চালক অহেতুক যাত্রীদের হয়রানি বা প্রত্যাখ্যান করবেন না।
৯) আরোহী গাড়ীতে কখনই দাহ্য পদার্থ, সংক্রামক রোগী বা কোনো জন্তু বহন করবেন না।
১০) নির্দিষ্ট পরিমাণ মাল ও আরোহী তুলুন। যা R.C/Blue Book-এ লেখা আছে।
১১) ঘুম পেলে বা ঝিমুনি এলে সাথে সাথে গাড়ী দাঁড় করিয়ে বিশ্রাম নিন।
১২) সামনে শিশু বা বিদ্যালয় দেখলে সতর্ক হন।
১৩) সরকারি দায়িত্ব প্রাপ্ত আধিকারিক যখনই আপনার কাগজপত্র দেখতে চাইবেন সাথে সাথে অবশ্যই দেখাবেন । না দেখানো দণ্ডণীয় অপরাধ।
১৪) গাড়ীতে সবসময় (মূল) কাগজ রাখবেন (Original)।
১৫) প্রতিটি গাড়ী চালকের জেনে নেওয়া উচিত যখন যে গাড়ীটি চালাবেন সেই গাড়ীর ইঞ্জিন, পেট্রল চালিত না ডিজেল চালিত না গ্যাস চালিত, ইঞ্জিনটি কত শক্তি সম্পন্ন ও কয়টি সিলিন্ডার আছে।