গাড়ীর বনেট খুলে কি কি জিনিস দেখতে হবে ?

LOKENATH MOTOR TRAINING
0




 গাড়ীর বনেট খুলে যে জিনিসগুলি দেখতে হবে। 

যেমন- 

রেডিয়েটারে জল কম থাকলে দিতে হবে আউটলেট কক্ পর্যন্ত। যদি রিজার্ভ ট্যাঙ্ক থাকে তাহলে দিতে হবে ট্যাঙ্কের ফুল মার্ক পর্যন্ত।

ব্যাটারীতে ডিস্টিল ওয়াটার কম থাকলে ফিলার ক্যাপ খুলে দিতে হবে, প্লেট থেকে হাফ ইঞ্চি উপর বা ফুল মার্ক পর্যন্ত এবং ব্যাটারীর উপর নেগেটিভ ও পজিটিভ টার্মিনাল পোস্ট পরিষ্কার করে টাইট করে নিতে হবে। 

ইঞ্জিন অয়েল দেখতে হবে ইঞ্জিনের পাশে অবস্থিত ডিপ স্টিক গেজ দিয়ে, কম থাকলে ইঞ্জিনের উপর ফিলার ক্যাপ খুলে ঢালতে হবে, যদি বেশী থাকে ইঞ্জিনের নীচে অবস্থিত ড্রেন কর্ক খুলে পর্যাপ্ত পরিমাণ বের করে আবার ড্রেন কর্ক টাইট করে দিতে হবে। 

বনেট খুললে যদি মাস্টার সিলিন্ডার দেখা যায় (মারুতি কার বা Front Wheel Drive Car) তাহলে গিয়ার বক্সে ডিপ স্টিক তুলে দেখতে হবে গিয়ার অয়েল কম থাকলে ঢালতে হবে, ডিপ স্টিক গেজের ফাঁকা দিয়ে যদি ফ্যান বেল্ট ঢিলে থাকে তাহলে টাইট করে নিতে হবে। 

ইগনিশন কয়েলের তার ঢিলে থাকলে টাইট দিয়ে নিতে হবে। দেখে নিতে হবে কারবিউরেটর ফুয়েল পাইপ ঠিক লাগানো আছে কি না এবং বনেট বন্ধ করে দিতে হবে।

Post a Comment

0Comments

Post a Comment (0)