গাড়ীর ড্রাইভিং সিটে বসে যে জিনিসগুলি বিশেষভাবে দেখে নিতে হবে-
চালকের আসনে বসে হাতে চালানোর জিনিসগুলির মধ্যে যেমন- স্টিয়ারিং, হ্যান্ড ব্রেক, গিয়ার লিভার, পিছনের পজিসন দেখার আয়না, হেডলাইট, ডিমডিপার, ইন্ডিকেটর, হর্ণ, ইগনিশন সুইচ ইত্যাদি। পায়ে চালানোর জন্য এক্সলেটর প্যাডেল, ব্রেক প্যাডেল, ক্লাচ প্যাডেল চাপতে ও ছাড়তে কোন অসুবিধা হচ্ছে কি না, যদি হয় তাহলে আসন বা ড্রাইভিং সিট এগিয়ে অথবা পিছিয়ে নিজের সুবিধা মত অবস্থায় রাখতে হবে। সঙ্গে রাখতে হবে নিজের ড্রাইভিং লাইসেন্স, আর. সি. বুক বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট (যাতে লেখা থাকে গাড়ীর সমস্ত বিবরণ) ট্যাক্স টোকেন, ইন্সিওরেন্স সার্টিফিকেট, বায়ু দূষণ ছাড়পত্র বা পি. ইউ. সি এই পাঁচটি জরুরী পেপার প্রাইভেট গাড়ী চালানোর জন্য।
যদি ভাড়ার গাড়ী হয় তাহলে উপরোক্ত পাঁচটির সঙ্গে নিতে হবে গাড়ীর পারমিট, অন্যের গাড়ী হলে অনুমতি পত্র এবং যদি কোন মাল গাড়ীতে তোলা হয় তাহলে তার চালান সঙ্গে রাখতে হবে। ইঞ্জিন চালু করার আগে দেখতে হবে গিয়ার লিভার নিউট্রাল আছে কি না। (গাড়ীতে একটি টর্চ ও একটি ঝাড়ন রাখলে ভাল হয়।)