প্রঃ ড্যাস বোর্ড কাকে বলে?
উঃ ড্রাইভারের সম্মুখে যেখানে মিটার, সুইচ ইত্যাদি বসানো থাকে তাকে ড্যাসবোর্ড বলে।
প্রঃ ড্যাসবোর্ডে কতগুলি মিটার থাকে এবং কি কাজ?
উঃ প্রধানতঃ ৬টি মিটার থাকে ও তাদের কাজ।
(ক) অ্যামপিয়ার মিটার- এই মিটার দেখে বোঝা যায় ডায়নামো ব্যাটারীীকে চার্জ দিচ্ছে কি না।
(খ) হিট- এই মিটার দেখে বোঝা যায় ইঞ্জিন কত গরম হয়েছে।
(গ) কিলোমিটার- এই মিটার দেখে বোঝা যায় গাড়ীটি কত কিলোমিটার চলেছে।
(ঘ) স্পীড মিটার- এই মিটার দেখে বোঝা যায় গাড়ীটি ঘণ্টায় কত কিলোমিটার বেগে যাচ্ছে।
(ঙ) অয়েল মিটার এই মিটার দেখে বোঝা যায় অয়েল পাম্প কত প্রেসারে ইঞ্জিনের ভিতরে ঘর্ষণজনিত অংশে অয়েল পাঠাচ্ছে।
(চ) ফুয়েল মিটার- এই মিটার দেখে বোঝা যায় ফুয়েল ট্যাঙ্কে কতটা পেট্রোল বা ডিজেল বা গ্যাস মজুত আছে।
প্রঃ ড্যাসবোর্ডে কতগুলি সুইচ থাকে ?
উঃ প্রধানতঃ পাঁচটি। যেমন-
(ক) ইগনিশন সুইচ- এই সুইচ দিলে ব্যাটারী হতে কারেন্ট কয়েল পর্যন্ত পৌছায়।
(খ) স্টার্টিং সুইচ- এই সুইচ দিলে সেলফ্ স্টার্টার নিজে চালু হয়ে ইঞ্জিনের ক্র্যাঙ্ক সাফট বা ফ্লাই হুইলকে ঘুরিয়ে ইঞ্জিনকে চালু করে দেয়।
(গ) চোক সুইচ- এই সুইচ শীতকালে বা সকালে চেপে অথবা টেনে ইঞ্জিন স্টার্ট করা হয়। এই সুইচ চাপলে বা টানলে কার্বিউরেটরের চেক্ ভাল্ব বন্ধ হয়ে সিলিন্ডারে হাওয়ার পরিমাণ কম এবং পেট্রোলের পরিমাণ বেশী পৌঁছায়, এর ফলে ইঞ্জিন সহজেই স্টার্ট হয়।
(ঘ) ওয়াইপার সুইচ- বৃষ্টি বা কুয়াসার সময় উইন্ডস্ক্রীনের উপর জল জমে যে অসুবিধার সৃষ্টি হয়, ওয়ারপার সুইচ দিলে ওয়াইপার চালু হয়ে উইন্ড স্ক্রীনের জল পরিষ্কার হয়ে যায়।
(ঙ) হেড ও সাইড লাইট সুইচ- এই সুইচ দিলে হেড ও সাইড লাইট জ্বলে ওঠে।